প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 3, 2025 ইং
কিশোর-তরুণদের সৎ যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে-----অ্যাডভোকেট মোহাম্মদ আলী

স্টাফ রিপোর্টার
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেছেন, বাংলাদেশের ইতিহাসে জুলাই অভ্যুত্থান একটি স্মরণীয় ঘটনা। এই অভ্যুত্থানের নায়কেরা হলেন বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সাথে যুক্ত হয়েছিলেন অভিভাবক ছাত্র জনতা। আমিও যুক্ত ছিলাম এই আন্দোলনে। অর্থেরও যোগান দিয়েছি। তিনি বলেন, মধুপুরে কিশোর তরুণেরা আন্দোলনে ঝাপিয়ে পড়ে ফ্যাসিস্ট সরকারের বিদায় ঘটিয়েছে। এখন আর আন্দোলনের মাঠে নয়, কিশোর তরুণদেরকে পড়ার টেবিলে বসতে হবে। দেশ গড়ার জন্য সৎ যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি শনিবার বিকেলে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের উদ্যোগে আয়োজিত ৫দিন ব্যাপি জুলাই অভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানের উদ্বোধনী সভায় একথাগুলো বলেন।
মোহাম্মদ আলী আরও বলেন, বাংলাদেশের মানুষের হারানো অধিকার প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো। আমার জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন করে যাচ্ছি। জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পেলে তারা ভোটের মাধ্যমেই বিএনপিকেই দেশ ও দশের খেদমতের দায়িত্ব দেবে।
সভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক জিয়াদ হাসান জীম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব আমিনুর রহমান, বিএনপি নেতা আব্দুল লতিফ পান্না, জয়নাল আবেদীন বাবলু, আসাদুজ্জামান সরকার আসাদ, মো. আব্দুল মান্নান, সরকার মনি প্রমূখ। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com